৫মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৫ ভাড়াটিয়া সন্ত্রাসী আটক
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৭৬১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৫টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৫ ভাড়াটিয়া সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্বচাদপুর গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার সকালে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্বচাদপুর গ্রামের মুন্সিবাড়ির খুরশিদ এবং মাঈন উদ্দিনের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মাঈনের পক্ষে ভাড়াটিয়া সন্ত্রাসী সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামের আরাফাত হোসেন, উপজেলার পাতোয়া গ্রামের শাওন, লিমন, শিমুলিয়া গ্রামের আরমান, আকরাম হোসেনসহ পূর্বচাদপুর গ্রামের মুন্সিবাড়ির খুরশিদের ওপর আক্রমণ করতে গেলে এলাকাবাসী বহিরাগত সন্ত্রাসীদের ৬ টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে সোনাইমুড়ী থানায় সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।