ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্মাঞ্চল প্লাবিত
- আপডেট সময় : ০৬:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৩২৮১ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের ফলে প্লাবিত হয়েছে নিম্মাঞ্চল। সে সাথে সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায় নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া জোয়ারের কারণে এসব এলাকা প্লাবিত হয়।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুমদ্বীপের ৪ গ্রাম। এর মধ্যে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম ৩-৪ফুট পানির নিচে তুলিয়ে গেছে বলে জানান নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেপায়েত উদ্দিন।
দুর্ভোগ চরমে উঠেছে হঠাৎ প্লাবিত হওয়া এসব এলাকার মানুষের। ভেসে গেছে পুকুরের মাছ, গো খাদ্য জোয়ারের পানিতে। ভেসে যেতে দেখা যায় অনেক এলাকার মানুষের কাচা ঘরবাড়িও।
এ বিষয়ে হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতে জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ১৮১ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে, দুর্গত মানুষদেরকে দ্রুত শেল্টারে নিয়ে আসা হবে।