সংবাদ শিরোনাম ::
অগ্নিকান্ডে সোনাইমুড়ীর ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ২৯৩০ বার পড়া হয়েছে
সোনাইমুড়ি, (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সোনাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেবগ্রামে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ও ডেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আব্দুর রহিম শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ওই গ্রামের ৬ টি পরিবার নিঃস্ব হয়ে যায়। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।