সোনাইমুড়ীতে গলায় ফাঁস দিয়ে চা দোকানীর আত্নহত্যা
- আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৩০১৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নোয়াখালীর সোনাইমুড়ীর মোহাম্মদ মিলন (৪০) নামে এক চা দোকানী। সে সোনাইমুড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার বাড়ির কাশেম মাস্টারের ছেলে এবং সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে চা দোকান করত।
শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের আাঁড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সে সোনাইমুড়ী বাজারের নিজের দোকান থেকে বাড়িতে আসে। এরপর সে পরিবারের সদস্যদের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।