করোনায় মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
- আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৩০৮ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৯৯৫ জনে। এছাড়া একদিনে আরো ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। আজ শনিবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ১১৭ জন।
এছাড়াও বয়স্কদের যত্ন নেওয়া, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খাওয়া ও বেশি করে তরল পান করার পরামর্শ দেন তিনি। এছাড়াও ধূমপান থেকে বিরত থাকার নির্দেশ দেন।
মৃত ১৬ জনের বয়স:
৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৪ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৬ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৩ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ২০ হাজার ৯৯৫ জন।
মারা গেছেন : ৩১৪ জন।
মোট সুস্থ: ৩ হাজার ৮৮২ জন।
মোট নমুনা পরীক্ষা: ৬ হাজার ৭৮২টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৬ লাখ ৩৯ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ লাখ ১১ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৮ হাজার ৮১০ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৮৮ হাজার ৫০৭ জন।
যুক্তরাজ্য: ৩৩ হাজার ৯৯৮ জন।
ইতালি: ৩১ হাজার ৬১০ জন।
ফ্রান্স: ২৭ হাজার ৫২৯ জন।
স্পেন: ২৭ হাজার ৪৫৯ জন।
ব্রাজিল: ১৪ হাজার ৯৬২ জন।
বেলজিয়াম: ৮ হাজার ৯৫৯ জন।
জার্মানি: ৮ হাজার ১ জন।
ইরান: ৬ হাজার ৯০২ জন।
নেদারল্যান্ডস: ৫ হাজার ৬৪৩ জন।