১লা অক্টোবর উদ্ধোধন হবে নতুন ধারার পত্রিকা দৈনিক আলোড়ন, নোয়াখালীতে কর্মরত প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ৮৯২৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর ২০২১, নতুন ধারার জাতীয় পত্রিকা দৈনিক আলোড়ন শুভ উদ্বোধনের মাধ্যমে দেশের সকল শেণি পেশার মানুষের হাতে হাতে পৌছে দেওয়ার লক্ষ্যে, দৈনিক আলোড়ন নতুন ধারার জাতীয় পত্রিকায় নোয়াখালীতে কর্মরত সকল উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল NKBARTA24.COM এর অফিস কক্ষে এ মতবিনিমিয় সভা অসুষ্ঠিত হয়।
দৈনিক আলোড়ন এর নোয়াখালী প্রতিনিধি মো: সেলিম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সোনামুড়ী উপজেলা প্রতিনিধি মো: মোরশেদ, বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হোসাইন আহমেদ, সেনবাগ উপজেলা প্রতিনিধি মো: ইলিয়াছ, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানা, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মো: ইব্রাহীম খলিল ও হাতিয়া উপজেলা প্রতিনিধি মো: হানিফ উদ্দিন।
এসময় প্রতিনিধিরা আগামী ১ অক্টোবর ২০২১, দৈনিক আলোড়ন পত্রিকার শুভ উদ্বোধনের মাধ্যমে দেশের সকল শেণি পেশার মানুষের হাতে হাতে পৌছে দেওয়ার লক্ষ্যে মাঠে কাজ করার বিষয়ে বিভিন্ন মতমাত ব্যাক্ত করে প্রত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে মতবিনিময় সভা শেষে পত্রিকার প্রকাশক সিরাজুল মনির কর্তৃক প্রেরিত ও সম্পাদক প্রফেসর সৌমিত্র চক্রবর্তী স্বাক্ষরিত জেলায় কর্মরত সকল উপজেলা প্রতিনিধির হাতে তাদের নিয়োগ পত্র ও সকল উপজেলায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উদ্বোধনী চিঠি তুলে দেন পত্রিকার জেলা প্রতিনিধি মো: সেলিম।