সুধারামে ডিবি পুলিশের অভিযানে নগদ অর্থসহ আটক ৬ জুয়াড়ি
- আপডেট সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ৫৪০৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে এক বান্ডেল তাস ও নগদ ৬হাজার ৬৩০টাকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নূরপুর গ্রামের হারুনুর রশিদ (৩৫), মাসুদ (৩৫), আকরাম উদ্দিন রায়হান (৩৫), দেলোয়ার হোসেন সালাউদ্দিন (৩৬), আব্দুল মতিন (৪৭), ও ফয়েজ উল্যাহ শ্যামল (২৬)।
পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে পূর্ব নূরপুর গ্রামের রায়হানের চা দোকানে অভিযান চালায়। এসময় দোকানের ভিতের জুয়া খেলা অবস্থায় ৬জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক বান্ডেল তাস ও নগদ ৬হাজার ৬৩০টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।