ইউপি নির্বাচনে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে নৌকা প্রার্থীর কর্মী সমাবেশ জন সমুদ্রে পরিনত
- আপডেট সময় : ০১:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ১৭২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন। এ উপলক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনী নৌকার প্রার্থী মোহাম্মদ কামাল খানের পক্ষে নৌকা মার্কা বিজয় করার লক্ষে অনুষ্ঠিত কর্মী সমাবেশ জন সমুদ্রে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ জন সমুদ্রে পরিনত হয়।
ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সোহাগের সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাক্তিগত সহকারী বাবু পিজুষ কান্তি, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুইয়া, ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি রানা, সম্পাদক পাবেল, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
এসময় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মোহাম্মদ কামাল খাঁনকে বিপুল ভোটে বিজয়ী করে ৩নং ধানসিঁড়ি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার আহবান জানান।