গ্রাম আদালত গতিশীল হলে চাপ কমবে উচ্চ আদালতের
- আপডেট সময় : ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে
“গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতে চাপ কমবে”। এজন্য তৃণমূলসহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সাধারণ মানুষ পারিবারিক ও সামাজিক বিষয় গুলো সমাধানে গ্রাম আদালতের মাধ্যমে নিরসনে উদ্ধুদ্ধ হবে। এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।
আরো পড়ুন: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীরা এ মতামত ব্যাক্ত করেন।
আরো পড়ুন: দুই উপজেলায় ১১ মাদকসেবীর কারাদণ্ড
বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
আরো পড়ুন: টিনের বেড়ায় থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মাদ ইয়াসিন , জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন।
আরো পড়ুন: আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবদল সভাপতি গ্রেফতার
কর্মশালায় অংশগ্রাহণ করেন, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে অনুষ্ঠানের সভাপতির উত্তর দেন এবং গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
আরো পড়ুন: কলেজে যাওয়া হলনা শান্তার
এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে নোয়াখালীর গ্রাম আদালতের গত ১ বছরের চিত্র তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন।










