সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন যারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ২৭২২ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ৪ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ক্রয় করেছেন। তারা হলেন- বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল।
দলীয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা না হলেও কমিশন বলছে- আগামী সপ্তাহে তফসিল ও জানুয়ারির মাঝামাঝিতে ভোট গ্রহণ হবে। আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের এক সভায় নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মেয়র পদে নৌকার চূড়ান্ত প্রার্থীর নাম।