নিরাপদ সড়কের দাবিতে লাল কার্ড হাতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে
- আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ২৫৫১ বার পড়া হয়েছে
পূর্ব ঘোষণা অনুয়ায়ী নিরাপদ সড়কের দাবিতে লাল কার্ড হাতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তা নামেন তারা। শনিাবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।
আন্দোলনের কারণে যানচলাচলের কোনো সমস্যা না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, গত সোমবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরায় গ্রিণ অনাবিল বাস চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
এ ঘটনায় বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত সোহেলের পুলিশি পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাতক বাসের হেলপারকেও আটক করেছে র্যাব। ওইদিন সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হন। এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন।