শিরোনাম:

হু হু করে ঢুকছে পানি, ভেঙে গেছে কুমিল্লার গোমতীর বাঁধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
হু হু করে ঢুকছে পানি, ভেঙে গেছে কুমিল্লার গোমতীর বাঁধ
কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে তীব্র স্রোতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। ছবি : অনলাই থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

 

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধটি ভেঙে যায়। ফলে লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানি।

 

রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বেড়িবাঁধে গর্ত সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনীর একটি দল এসে গর্ত বন্ধের চেষ্টা করে। ওই সময় পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে বাঁধের ওপর দিয়ে অপরপ্রান্তে অবিরত পানি প্রবেশ করতে থাকে। গর্ত বন্ধের সর্বোচ্চ চেষ্টা করেও তা করতে পারেননি সেনা সদস্যরা। পরে সবাই ফিরে আসেন। পানির প্রবাহের ফলে একপর্যায়ে ভেঙে পড়ে বাঁধের অংশ।

বাঁধ ভাঙার ফলে জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এরমধ্যেই বুড়িবুড়িয়া ও গাজীপুরসহ সবগুলো এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০