সংবাদ শিরোনাম ::
চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হয়েছে সাহারা খাতুনকে
![](https://nkbarta24.com/wp-content/themes/Newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ৯৪৬ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট::
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়।
বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসা দেখাশুনা করার জন্য তার সঙ্গে গিয়েছেন ভাতিজা আনিসুর রহমান ও ভাগ্নে মজিবুর রহমান।
জ্বর, এ্যালার্জি ও বার্ধক্যজনিত কারণে ৬ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। বেশ কয়েকদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দেন।