নোয়াখালীতে নারী অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক সেমিনার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনাকালীন খাসজমি বন্দোবস্ত এবং নারী অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পল্লি উন্নয়ন একাডেমি মিলনায়তনে (বিআরডিবি) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র চরজব্বর অঞ্চল।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিজেরা করির চট্টগ্রাম বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল। এ ছাড়া বক্তব্য রাখেন, মিজানুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক লিয়াকত হোসেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, তিন জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রাছুল, গোলাম আকবর ও এমদাদ হোসেন, সাংবাদিক আবু নাছের ও নারী নেত্রী দিপ্তী নাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনাকালে ভূমিহীন বাছাই প্রক্রিয়া বন্ধ ছিল, বর্ষাকালে বাছাই করতে সমস্যা হয়, তাই এখন বাছাই দ্রুত করে খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা খুবই জরুরী। পাশাপাশি ভূমির সীমানা বিরোধ নিয়ে যেসব মামলা রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জিও-এনজিও সমন্বয়ে এলাকায় এলাকায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ করে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০