ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

নিয়মিত যোগাযোগ রাখছেন ট্রাম্প-পুতিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন এক প্রখ্যাত সাংবাদিক। ৮১ বছর বয়সী বব উডওয়ার্ডের অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছাড়ার পর ট্রাম্প রুশ নেতাকে অন্তত সাতবার ফোন করেছেন।

 

উডওয়ার্ড তার আসন্ন বই ‘ওয়ার’-এ দাবি করেছেন, ট্রাম্প এক সহযোগীকে তার ‘মার-এ-লাগো’ রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন।

 

যদিও ট্রাম্পের প্রচারণা শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সাবেক প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেন, এগুলো ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত একজন সত্যিকারের উম্মাদ ও পাগল মানুষের কাজ!

 

৭৮ বছর বয়সী ট্রাম্প নিজেও এই অভিযোগ অস্বীকার করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উডওয়ার্ড সম্পর্কে বলেন, তিনি একজন গল্পকার। একটা ভালো নয়।

 

বব উডওয়ার্ড অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ১৯৭৪ সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে নামিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন। রুশ নেতার সঙ্গে ট্রাম্পের অযথা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে বলে বইটিতে করা দাবিটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

 

এই অভিযোগগুলো বারবার ফিরে আসে কেননা ট্রাম্প এর আগেও ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে ‘হারিয়ে যাওয়া ইমেইলগুলো’ খুঁজে পেতে সহায়তার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

 

মার্কিন গোয়েন্দা সম্প্রদায় এই সিদ্ধান্তে পৌঁছে, মস্কো ট্রাম্পকে সহায়তা করার জন্য নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। তবে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্তে ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে কোনো ষড়যন্ত্র পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নিয়মিত যোগাযোগ রাখছেন ট্রাম্প-পুতিন

আপডেট সময় : ০১:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন এক প্রখ্যাত সাংবাদিক। ৮১ বছর বয়সী বব উডওয়ার্ডের অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছাড়ার পর ট্রাম্প রুশ নেতাকে অন্তত সাতবার ফোন করেছেন।

 

উডওয়ার্ড তার আসন্ন বই ‘ওয়ার’-এ দাবি করেছেন, ট্রাম্প এক সহযোগীকে তার ‘মার-এ-লাগো’ রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন।

 

যদিও ট্রাম্পের প্রচারণা শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সাবেক প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেন, এগুলো ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত একজন সত্যিকারের উম্মাদ ও পাগল মানুষের কাজ!

 

৭৮ বছর বয়সী ট্রাম্প নিজেও এই অভিযোগ অস্বীকার করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উডওয়ার্ড সম্পর্কে বলেন, তিনি একজন গল্পকার। একটা ভালো নয়।

 

বব উডওয়ার্ড অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ১৯৭৪ সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে নামিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন। রুশ নেতার সঙ্গে ট্রাম্পের অযথা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে বলে বইটিতে করা দাবিটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

 

এই অভিযোগগুলো বারবার ফিরে আসে কেননা ট্রাম্প এর আগেও ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে ‘হারিয়ে যাওয়া ইমেইলগুলো’ খুঁজে পেতে সহায়তার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

 

মার্কিন গোয়েন্দা সম্প্রদায় এই সিদ্ধান্তে পৌঁছে, মস্কো ট্রাম্পকে সহায়তা করার জন্য নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। তবে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্তে ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে কোনো ষড়যন্ত্র পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: আলজাজিরা