নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৯
- আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ৪৩৬৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ শিশুসহ অন্তত ১৯ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। খবর বিবিসির।
স্থানীয় সময় গতকাল রোববার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস।
দমকল বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল নিগরো বলেন, রোববার ব্রুনোক্স এপার্টমেন্ট লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় আগুন লাগে। প্রায় দুইশ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কি কারণে আগুন লেগেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
তিনি আরও বলেন, ১৯ তলা ভবনের প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। গেল ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।