ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ৬১৮৩ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। (সূত্র: এএফপি)
১১ জানুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় পার্শ্ববর্তী ফিলিস্তিন, তুরস্ক, মিশর, গ্রিস, ইসরাইল ও যুক্তরাজ্যে। তবে প্রাথমিক মূল্যায়নে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস।
উল্লেখ্য, বিশ্বে সাইপ্রাস দ্বিতীয় পর্যায়ের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।