নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া : অভিযোগ ইউক্রেনের
- আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ২০৫৬ বার পড়া হয়েছে
রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলেসে ন্যাটোর বিশেষ সম্মেলনে ন্যাটো প্রতিনিধিদের ভার্চুয়ালি এ অভিযোগ করেন জেলেনস্কি।
ন্যাটো সদস্য দেশগুলির প্রতিনিধিদের সভায় ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, আজ সকালে আমাদের উপর রুশ সেনা ফসফরাস বোমা ব্যবহার করেছে। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের আবার হত্যা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের এই অভিযোগের বিষয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেনি মস্কো।
এর আগে ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ ভ্যাকুয়ম বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিল ইউক্রেন সরকার এবং বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। টিওএস-১এ’ নামের ‘থার্মোবারিক রকেট’ই পশ্চিমী দুনিয়ার কাছে ‘ভ্যাকুয়ম বোমা’ নামে পরিচিত। যা অন্য বিস্ফোরকের থেকে বহু গুণ বেশি বিধ্বংসী।১৯৪৯ সালের জেনিভা চুক্তি অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে ওই বোমার ব্যবহার নিষিদ্ধ।সূত্র-আনন্দবাজার।