জনপ্রিয়তায় শীর্ষে আবারও মোদি, ধারে কাছে নেই বাইডেন-ট্রুডো
- আপডেট সময় : ০৯:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৮৭৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
গত দুই’ বছরের মতো এবারও বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে চতুর্থবারে এ স্থান অর্জন করলেন মোদি।
আন্তর্জাতিক ও জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স প্রতি বছর ২ বার বিশ্বজুড়ে একটি জরিপ পরিচালনা করে; জরিপের বিষয়বস্তু ‘এই মুহূর্তে কারা বিশ্বের জনপ্রিয় নেতা’। ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ। চলতি বছর ২০টি দেশের প্রাপ্তবয়স্কদের (দেশভেদে সংখ্যাটি ভিন্ন ভিন্ন) সঙ্গে কথা বলে এ জরিপ করা হয়েছে।
জরিপ চালানোর জন্য মর্নিং কনসাল্টের বেছে নেওয়া ২০টি হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।
চলতি বছরের জরিপে ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পেয়েছেন তালিকার শীর্ষে থাকা মোদি; আর ৬১ শতাংশ অংশগ্রহকারীদের সমর্থন লাভ করে মোদির পরেই আবস্থান করছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও’ব্রাদর।
জনপ্রিয় বৈশ্বিক নেতাদের এই তালিকায় মোদি-ও’ব্রাদরের পরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ (৫৫ শতাং সমর্থন পেয়ে তৃতীয়), সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন ব্রেসেট (৫৩ শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন পেয়ে পঞ্চম), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪৯ শতাংশ সমর্থন পেয়ে ষষ্ঠ)।