ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

যে শহরের বাসিন্দারা ‘সাজা’ দেন রাজনৈতিক নেতাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২১৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা অনলাইন:

 

নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়েন রাজনৈতিক নেতারা। ভোট শেষে কোনো প্রতিশ্রুতি পূরণ হয়, আবার কোনোটি চাপা পড়ে যায়। প্রতিশ্রুতি ভাঙলে রাজনৈতিক নেতারা সাজা পান? এমনটি শোনা যায় না। তবে একটি শহর আছে যেখানে জনসাধারণই ‘সাজা’ দেন নেতা-মন্ত্রীদের।

 

ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে রাজনৈতিক নেতাদের ‘সাজা’ দেওয়া হয়ে থাকে। এই রীতিটির নাম ‘টোঙ্কা’। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন, তা হলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসী নদীর ধারে নিয়ে আসেন। তার পর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন। তার পর আবার তুলে নেওয়া হয়।

 

শহরবাসীর দাবি, নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের ‘শাস্তি’ দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের সারা বছররের প্রতিশ্রুতির হিসাব নেওয়া হয়।

 

কতগুলো রাখা হয়েছে, কতগুলো রাখা হয়নি, সেই হিসাব করা হয়। এরপরই শাস্তির ব্যবস্থা করা হয়। এটি এক ধরনের ‘শাস্তি দেওয়ার উৎসব’। প্রতি বছর ২৬ জুনের আগের যে শেষ রোববার পড়ে, সে দিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

যে শহরের বাসিন্দারা ‘সাজা’ দেন রাজনৈতিক নেতাদের

আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

এনকে বার্তা অনলাইন:

 

নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়েন রাজনৈতিক নেতারা। ভোট শেষে কোনো প্রতিশ্রুতি পূরণ হয়, আবার কোনোটি চাপা পড়ে যায়। প্রতিশ্রুতি ভাঙলে রাজনৈতিক নেতারা সাজা পান? এমনটি শোনা যায় না। তবে একটি শহর আছে যেখানে জনসাধারণই ‘সাজা’ দেন নেতা-মন্ত্রীদের।

 

ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে রাজনৈতিক নেতাদের ‘সাজা’ দেওয়া হয়ে থাকে। এই রীতিটির নাম ‘টোঙ্কা’। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন, তা হলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসী নদীর ধারে নিয়ে আসেন। তার পর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন। তার পর আবার তুলে নেওয়া হয়।

 

শহরবাসীর দাবি, নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের ‘শাস্তি’ দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের সারা বছররের প্রতিশ্রুতির হিসাব নেওয়া হয়।

 

কতগুলো রাখা হয়েছে, কতগুলো রাখা হয়নি, সেই হিসাব করা হয়। এরপরই শাস্তির ব্যবস্থা করা হয়। এটি এক ধরনের ‘শাস্তি দেওয়ার উৎসব’। প্রতি বছর ২৬ জুনের আগের যে শেষ রোববার পড়ে, সে দিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয়।