জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী খালসহ শাখা খাল খনন দাবিতে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ১১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী খাল ও জেলার বিভিন্ন শাখা খাল খননের দাবিতে জেলার নয়টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট একযোগে স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী উন্নয়ন ফোরাম সহ সকল দলের নেতৃবৃন্দ।
আরো পড়ুন: আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
আরো পড়ুন: নোয়াখালীতে গাছ কাটার সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
জেলা ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার হাতে এ স্মারকলিপি তুলে দেন নোয়াখালী উন্নয়ন ফোরামের সদস্য সহ বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা।
আরো পড়ুন: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী
কবিরহাটে স্মারকলিপি জমা দেওয়ারসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক রেজাউল করিম, মোঃ আবদুল্যাহ চৌধুরী, মোঃ সেলিম, কাজী মহিন উদ্দিন রবিন, মোঃ শহিদ, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, অঞ্জন, সাইফুল ইসলাম নিশাদ প্রমুখ।