ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

করোনায় ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন: এডিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৩০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

 

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ৭ শতাংশ ধস নামতে পারে। এ ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা অচল হয়ে পড়ছে। এ মহামারির প্রভাবে চাকরি হারাতে পারেন ২৪ কোটি ২০ লাখ মানুষ। মন্দায় সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়। ১৫ মে এ আশঙ্কার কথা জানায় ম্যানিলাভিত্তিক ঋণদানকারী সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবির মতে, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে স্ব স্ব সরকারের হস্তক্ষেপে ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। চাকরি হারানোর এ সংখ্যা এক দশক আগের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি। এসময়ে সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়, যা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

এখন পর্যন্ত করোনায় বিশ্বে এ পর্যন্ত ৩ লাখ ১৪০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ১৯৬টি দেশ ও ভূখ-ে ৪৪ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮৫ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনা ভাইরাস আরেকটি স্থানীয় ভাইরাস হিসেবে কমিউনিটির মধ্যে থেকে যেতে পারে। জনসাধারণকে এ স্থানীয় ভাইরাসগুলোর সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।এডিবি জানায়, এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপির ১০ শতাংশ ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রথম এ ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমাণ ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে।এডিবি বলছে, এ ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে। খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এ আর্থিক সংকট ঠেকানো যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন: এডিবি

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

এনকে বার্তা ডেস্ক::

 

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ৭ শতাংশ ধস নামতে পারে। এ ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা অচল হয়ে পড়ছে। এ মহামারির প্রভাবে চাকরি হারাতে পারেন ২৪ কোটি ২০ লাখ মানুষ। মন্দায় সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়। ১৫ মে এ আশঙ্কার কথা জানায় ম্যানিলাভিত্তিক ঋণদানকারী সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবির মতে, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে স্ব স্ব সরকারের হস্তক্ষেপে ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। চাকরি হারানোর এ সংখ্যা এক দশক আগের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি। এসময়ে সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়, যা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

এখন পর্যন্ত করোনায় বিশ্বে এ পর্যন্ত ৩ লাখ ১৪০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ১৯৬টি দেশ ও ভূখ-ে ৪৪ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮৫ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনা ভাইরাস আরেকটি স্থানীয় ভাইরাস হিসেবে কমিউনিটির মধ্যে থেকে যেতে পারে। জনসাধারণকে এ স্থানীয় ভাইরাসগুলোর সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।এডিবি জানায়, এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপির ১০ শতাংশ ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রথম এ ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমাণ ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে।এডিবি বলছে, এ ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে। খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এ আর্থিক সংকট ঠেকানো যাবে না।